প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
উলিপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি :সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এ প্রতিপাদ্যেকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
২ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও ভোটার দিবস কার্যক্রম পালিত হয়।
উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামন থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে নির্বাচন অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় ভোটার দিবসের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,
উপজেলা নির্বাচন অফিসার মোঃ এরশাদুল হক মিয়া সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,এ এইচ এম ইনামুল হক সরকার সহকারি সমাজসেবা অফিসার ও
উপজেলার বিভিন্ন দফতর প্রধান, সুধী সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved