মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :রাজধানীর বিজয় সরণি এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনা ঘটেছে। উল্টো পথে বেপরোয়া গতিতে আসা রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, সড়কেই উল্টে যায় সিএনজিচালিত অটোরিকশা।
শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী থেকে রোগী নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স বিজয় সরণি সিগন্যালের যানজট এড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক বিভাজন দিয়ে উল্টো পথে প্রবেশ করে। এ সময় সামনের দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি হয়ে যায়। অতিরিক্ত গতির কারণে অ্যাম্বুলেন্সের চালক গাড়ির নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রাইভেটকারের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ফলে সিএনজিচালিত অটোরিকশাটি সড়কেই উল্টে যায়। পরে সড়কে দায়িত্ব পালন করা ট্র্যাফিক পুলিশ ও এসপিবিএন সদস্যরা এসে অটোরিকশা থেকে ভেতরে থাকা দুই যাত্রীকে টেনে বের করেন। দুর্ঘটনার শিকার সিএনজির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো-থ ১৩৮৫৫৩ এবং প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো-গ ২৩৪৫৫৫। অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন মাহবুব হোসেন বলেন, আমার আত্মীয়কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে নরসিংদী থেকে ঢাকা নিয়ে এসেছি। আমাদের গন্তব্য স্কয়ার হাসপাতাল। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। পরে সময়ে পুলিশ এসেছে, তারাই ব্যবস্থা নেবেন। তবে উল্টো পথে এলেও অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিক ছিল বলেও মন্তব্য করেন তিনি। সেখানে দায়িত্ব পালন করা ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট কাঞ্চন হোসেন বলেন, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র রাখা হয়েছে। রোগী হাসপাতালে নামিয়ে পুনরায় এখানে আসার জন্য তাকে বলা হয়েছে। দুর্ঘটনার ফলে সিএনজি রাস্তায় উল্টে যায়। আরেকটি প্রাইভেটকারের দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমরা সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে দুইজনকে বের করেছি। প্রাথমিক অবস্থায় তাদের বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাইনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved