মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. খালিদ হুসাইন ঢাকা পোস্টকে বলেন, রাত ১১টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি ধোয়া বের হচ্ছে। এরপর পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনি আমরা। এ সময় কাচের গ্লাস ভেঙ্গে প্রতিষ্ঠানে ঢোকা হয়। মূলত ল্যাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved