মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নিবন্ধন না থাকায় সাভার উপজেলায় দুইটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সাভারে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাভারে তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় অবস্থিত অ্যাডভান্সড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের লাইসেন্স হালনাগাদ করা ছিল না। এ কারণে ওই হাসপাতালকে অন্যান্য সকল কার্যক্রম বন্ধ রেখে শুধু ডাক্তারের চেম্বার পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার গেন্ডা ল্যাবস্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রেডিও কলোনি মহল্লার জ্যোতি চক্ষু হাসপাতাল সিলগালা করে বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় অভিযানে উপজেলা স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved