মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। রোববার (৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন লাগার খবরে কেইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে আগুন ধরে যায়। তবে সড়কের পাশে হওয়ায় এতে ক্ষয়ক্ষতি হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান বলেন, এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ঘটনাটি সড়কের পাশে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। পরে আগুন নেভানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved