প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ
গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত
গাইবান্ধাঃ জেলা সদরে সড়ক দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় না পেলেও গাইবান্ধা সদরের বাদিয়াখালি এলাকার বলে জানা গেছে। রোববার (৩ মার্চ) রাত ৮টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সাঘাটা থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক গাইবান্ধার দিকে আসছিল। একই সময় ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালির দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved