মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তেলের পাম্পের নাইটগার্ড আলী হোসেন নামে এক ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট দিয়েছেন শ্রমিকরা। ওই ট্রাক মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রওশন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রাক মালিক আলী হোসেনের বাড়ি তুষভান্ডার ইউনিয়নের কাকিনা হল এলাকায়। শ্রমিকরা জানান, পাওনা টাকা নিয়ে রওশন ফিলিং স্টেশনের ম্যানেজার নূরনবীর সঙ্গে ট্রাক মালিক আলী হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইটগার্ড ট্রাক মালিক আলী হোসেনের গলা চেপে ধরেন। পরে ওই ট্রাক মালিক বিষয়টি শ্রমিকদের জানালে তারা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ব্যারিকেট দিয়ে অবরোধ করেন। এসময় শতাধিক ট্রাক ওই সড়কে আটকা পড়ে। আটকা পড়া ট্রাক চালকরা বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সড়কে ব্যারিকেড দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুত এর সমাধান চাই। যেহেতু আমরা জেলার বাইরের ট্রাক চালক, অযথা আমাদের হেনস্তা করার অধিকার কারো নেই। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved