মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে এবার খিলগাঁওয়ে অভিযানে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে খিলগাঁও এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনা করছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। আর অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রেস্টুরেন্টগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে থাকেন কর্মচারীরা। যেগুলো বন্ধ হয়নি সেগুলোতে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। এদিকে ভবনের সরু সিঁড়িসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় সার্বিক বিবেচনায় তাৎক্ষিণভাবে অনেকগুলো রেস্টুরেন্ট থাকা সাততলা একটি ভবন সিলগালা করে দেওয়া হয়। ভবনটির নাম স্কাই ভিউ নাইটঙ্গেল টাওয়ার। ভবনটিতে বিভিন্ন দোকানের পাশাপাশি বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এরমধ্যে কয়েকটি হলো- পাস্তা ক্লাব, সুইট অ্যান্ড স্যাভরন, শর্মা কিং, ক্যাফে আইপ্যানেমা। অভিযানের শুরুতে খিলগাঁও শর্মা কিং নামক রেস্টুরেন্টে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভবনটিতে থাকা অন্যান্য রেস্টুরেন্টও ঘুরে দেখেন, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি করেন তারা। এদিকে সোমবার (৪ মার্চ) ধানমন্ডি এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি পাওয়ায় দ্য বুফে এম্পায়ার, বাফেট লাউঞ্জ ও বাফেট প্যারাডাইজ নামক প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।এছাড়া ভিসা ওয়ার্ল্ড ওয়াইড নামক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ব্যাপক দুর্বলতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আর সামগ্রিকভাবে কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা থাকায় পুরো ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved