মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাশি লাল পান্ডাসহ বহু পশু-পাখি ও প্রাণী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই ভারতীয় এবং দেশের বাইরে প্রাণী পাচার করার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার (৬ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। থাইল্যান্ডের কাস্টমস কর্মকর্তারা বলছেন, একটি রেড পান্ডাসহ আরও কয়েক ডজন প্রাণী দেশের বাইরে পাচারের চেষ্টা করার জন্য ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সুবর্ণভূমি বিমানবন্দরে জব্দ করা ৮৭টি প্রাণীর মধ্যে সাপ, তোতাপাখি এবং মনিটর টিকটিকিও রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মূলত কয়েকজন সন্দেহভাজন যাত্রী মুম্বাই যাওয়ার জন্য বিমানবন্দরে লাগেজ ড্রপ করেন এবং এগুলোতে তল্লাশি করে এসব প্রাণী খুঁজে পাওয়া যায় বলে অভিযোগ করা হয়েছে। সন্দেহভাজনদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে বিবিসি। এদিকে থাইল্যান্ডের শুল্ক বিভাগ একটি ঝুড়ির ভেতরে বিপন্ন প্রজাতির লাল পান্ডা এবং প্লাস্টিকের পাত্রে আটকে রাখা তোতাপাখির ছবি প্রকাশ করেছে। অন্যদিকে সাপগুলোকে কাপড়ের ব্যাগে একসাথে কুণ্ডলী করে রাখা হয়েছিল। বিবিসি বলছে, থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারকারীদের কাছে একটি প্রধান ট্রানজিট হাব। পশু সাধারণত চীন এবং ভিয়েতনামে বিক্রি হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতও পশু বিক্রির ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বাজারে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved