কাজী রফিকুল হাসান জামালপুর ঃ গাজর চাষ সমর্ৃৃদ্ধ এলাকা জামালপুর। জেলার ৭টি উপজেলায় ব্যপক ভাবে গাজর চাষ হয়েছে। গাজর চাষ বৃদ্ধির পেছনে জেলা কৃষি বিভাগ ব্যপক ভাবে সহায়তা করেছে। তারা মাঠ পর্যায়ে কাজ করায় এবার মৌসুমে বাম্পার ফলন হয়েছে। দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে চাঙ্গা ভাব ফিরে এসেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলাধীন চরাঞ্চল গুলো গাজর চাষে বিখ্যাত। বিশেষ করে লক্ষীর চর, রায়েরচর, চর যথার্থপুুর, টেবিরচর, কাজিয়ারচর ও সাহেবের চরে ব্যপক ভাবে গাজর চাষ হয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো দেখা ও জানা গেছে, এবার মৌসুুমে যে পরিমানে গাজর চাষ হয়েছে তা বিগত কোন মৌসুমে হয়নি। কথা হয় লক্ষীরচরের গাজর চাষী সামাদ (৫০) কুদ্দুস (৬০) ফারুক (৪২) এর সাথে তারা এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগের পরামর্শে লক্ষীরচরে ২০ বিঘা জমিতে গাজর চাষ করে বাম্পার ফলন হয়েছে। গাজর গুলো সম্পূর্র্ন বিষ মুক্ত। কৃষি বিভাগ গোবর ও কেচো কম্পোষ্ট সারের প্রতি গুরুত্ব দেয়ার কারনে এবার মৌসুমে কৃষকরা গাজর চাষ করে সফলতা পেয়েছে।
এ দিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাধীন চরাঞ্চল গুলোতে বিষমুুক্ত গাজর চাষ হয়েছে। বিশেষ করে মেরুরচর, ঝগড়ারচর, বাট্রাজোড়, চিনাডুলি এলাকার গাজর চাষী হামিদ মিয়া(৪৮) সালাম (৫০) জানান, গাজর বিষমুক্ত হওয়ার কারনে বাজারে ব্যপক চাহিদা। ব্যবসায়ীরা ট্রাক ভর্র্তি করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। ফলে গাজর কৃষকদের সৌভাগ্যের প্রসূতিতে পরিনত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved