মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকার প্লাস্টিক কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে রিয়াজুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, রিয়াজুল মুন্সীগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। তিনি ওই প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলামের বরাত দিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজুল। রিয়াজুলের শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ওসি আরও জানান, দগ্ধ অপর ৩ শ্রমিক মতিউর ৬২ শতাংশ, রাকিবুল ৫০ শতাংশ এবং ইকবাল মোল্লা ৫৮ শতাংশ দগ্ধ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়ক সীমানাধীন চর মুক্তারপুরের খোদা হাফেজ সড়কের মোড় সংলগ্ন একতলা টিনশেড জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় চারজন শ্রমিক দগ্ধ হলে তাদের বৃহস্পতিবার রাত ১২টার দিকে শেখ হাসিনা বার্নে নেওয়া হয়। ঘটনার পরই প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved