মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে সৈনিক ট্রেড-২ (বিশেষ পেশা) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ মার্চ থেকে আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক ট্রেড-২ (বিশেষ পেশা)
পদসংখ্যা: জেলা ভিত্তিক
আবেদন: একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে, জেলা কোটা অনুযায়ী ট্রেড-২ (বিশেষ পেশায়)-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (এসএস) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা কর্তন করা হবে।
ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহ: কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার ।
বয়সসীমা: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) ৷ শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ (এক) বছর শিথিল যোগ্য ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
(১) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে।
(২) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যুনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে।
(৩) পেইন্টার/পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হ হতে হবে।
(8) ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
উচ্চতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ০ ইঞ্চি।
ওজন: পুরুষ ৪৯.৯০ কেজি ও নারী ৪৭ কেজি।
বুক: পুরুষ স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি। নারী স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক
আবেদনের শেষ সময়: ০৫ এপ্রিল ২০২৪
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved