মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সংস্কার কাজ শেষে ১৬ দিন পর ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার অন্যতম প্রবেশপথ পোস্তগোলা সেতু খুলে দেওয়া হয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর ওপর অবস্থিত। ভোর ৬টা থেকে এই সেতু দিয়ে যানচলাচল শুরু হয়। শনিবার (৯ মার্চ) সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (নারায়ণগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, মেরামত কাজ শেষ হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সেতুটির মেরামত কাজ শুরু হয়। এরপর থেকে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান এবং লরির মতো ভারী যানবাহন সেতুটিতে চলাচল করতে পারেনি। পরে বিভিন্ন পর্যায়ে বাস, মাইক্রোবাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ ছিল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved