পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ- নির্বাচনে আবুল কালাম বিজয়ী হয়েছেন। শনিবার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আবুল কালাম ডালিম প্রতীক নিয়ে ৫১৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবাউল ইসলাম টুকুন সরকার টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৪৯৯ ভোট। অপর প্রার্থী মতিয়ার রহমান উটপাখি মার্কায় পান ১৯৯টি ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৮টি।
এবারে উপ-নির্বাচনে ২হাজার ৪৬৮ জন ভোটার ৮টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ ও মহিলা ভোটার সংখ্যা ১২৮৪।
উল্লেখ্য, গত বছর ৪ জুলাই পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর ওই ওয়ার্ডের নির্বাচনের তফশীল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved