প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
কুড়িগ্রামে জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান হলেন আ ন ম ওবাইদুর রহমান
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলা পরিষদের উপ নির্বাচনে বেসরকারি ভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৬টি নিকটতম প্রতিদন্ধি প্রার্থী আনারস প্রতীক মোঃ জাফর আলী পেয়েছেন ৪৬৮টি ভোট।
শনিবার ৯ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নিবার্চনী ভোট দেন ভোটাররা।
জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন মোঃ জাফর আলী। পরে জেলা পরিষদের শুন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতিক নিয়ে নিবার্চন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটর সাইকেল প্রতীকের কাছে ৫৮ ভোটে পরাজিত হন তিনি। এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯ টি উপজেলার ৯ টি কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট দেন।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাহাজ উদ্দিন বলেন,জেলায় ৯ টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন প্রকার বিশৃঙখলা ছাড়াই বেসরকারি ভাবে ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন আনারস প্রতীক আ ন ম ওবাইদুর রহমান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved