মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বেনাপোলের কাগজপুকুর গ্রামে থেকে পুলিশ মাটি চাপা দেয়া রেশমা খাতুন নামে এক হিজড়ার মৃতদেহ উদ্ধার করেছে। রেশমার পারিবারিক সূত্র জানিয়েছে, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ফারুক বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা। সোমবার (১১ মার্চ) কাগজপুকুর প্রাইমারি স্কুলের সীমানা প্রাচীরের পাশে মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের হয়ে কাজ করতেন রেশমা হিজড়া। তিনি চোরাচালানের মালামাল বেনাপোল থেকে যশোওে পাচার করতেন। রেশমা গত ৩/৪দিন যাবৎ নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে গেলে সেখানে কবর দেয়ার মতো একটি ঢিবি দেখতে পায়। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে গর্ত খুঁড়ে তার মৃতদেহ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved