মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে হঠাৎ গোয়ালন্দ বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। বাজারে হঠাৎ করে ইউএনওকে দেখেই কমে যায় তরমুজ, পেঁয়াজ, লেবুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে গেলে এমন ঘটনা ঘটে। জানা গেছে, রোজার শুরু থেকেই বাজারে ৮০ থেকে ৯০ টাকা করে পেঁয়াজ এবং ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে তরমুজ ও ১ হালি লেবু ৫০ টাকা দরে বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। কিন্তু বাজার মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমে যায় প্রায় সব ধরনের পণ্যের দাম। এ সময় ৮০ টাকার তরমুজ ৫০ থেকে ৬০ টাকা, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও ৫০ টাকা হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা করে রাখতে দেখা যায়। এ সময় ইউএনও বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদশনের নির্দেশ দেন। একটি ফলের দোকানে রশিদ না থাকা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিল গোয়ালন্দ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী। রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছিল। তাই বাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে আজ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved