মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় (পূর্ব) গ্রামে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে তিন পরিবারের অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী নির্দেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ পিস কম্বল ও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। স্থানীয়রা জানায়, উপজেলার পবনতাইড় (পূর্ব) গ্রামের বাসিন্দা ইদুল মিয়ার বসত ঘরে বৃহস্পতিবার বৈদ্যুতিক সটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে, মুহুর্তের মধ্যে আগুন আরও দু,টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। সাথে সাথে সাঘাটা উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনে ফোন করা হলে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই পরপর তিনটি বসতঘর মালামালসহ পুড়েছাঁই হয়ে যায়। এতে সুন্দর নেছা, ইদুল মিয়া ও এনামুল ইসলাম এ তিন পরিবাবের অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved