মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি একনলা বিশিষ্ট শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। জানা যায়, গত ১৪ মার্চ ভোর রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মো জাকির হোসেন জাফরুল ইসলামের নির্মানাধীন ঘরের মেঝের বালুর নিচ থেকে প্লাস্টিকের বয়ামে মোড়ানো কালো রংয়ের এক নলা বিশিষ্ট একটি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মৃত নুরনবী ইসলামের ছেলে আসাদুজ্জামান হিরু, মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক, মৃত কছিমুদ্দিনের ছেলে মো. খোকা মিয়া। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধার সদর থানায় একটি মামলার রুজু করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved