প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ৫:৫৮ পূর্বাহ্ণ
রাজারহাটে ভাতিজার হয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে শিক্ষার্থীর চাচা আটক
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ভাতিজার হয়ে এসএসসির পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ওই শিক্ষার্থীর চাচা।
রোববার ৩০ এপ্রিল সকাল ১০ঃ০০ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন সরকার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের বাসিন্দা। এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেন তার ভাতিজা।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংঙ্গারডাবড়িহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে রবিবার সকাল ১০ঃ০০ঘটিকায় বাংলা পরীক্ষা শুরু হয়। হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেনের পরিবর্তে অংশ নেন তার চাচা সুমন সরকার। এ সময় প্রশ্নপত্র দেওয়ার আগে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব আরিফুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved