মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত ওয়ানডেতে এসে ঘুচিয়েছে বাংলাদেশ। গতকাল (সোমবার) তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ৫৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের বড় জয় পেয়েছে টিম টাইগার্স। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
ওয়ানডে শেষে এবার মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন তিনি। গতিময় পেসার হিসেবে আলাদা খ্যাতি আছে এই ফাস্ট বোলারের। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন রানা। বোলিংয়ে পরিসংখ্যানটা খুব আহামরি না হলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। এ ছাড়া টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার মুশফিক হাসান। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের টেস্ট দিয়ে অবসর ভেঙে ফিরছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে রেখেই ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে সফরকারী দলটি টেস্টে টাইগারদের মোকাবিলা করবে। যেখানে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া কুশল মেন্ডিস থাকছেন ধনাঞ্জয়ার সহকারী হিসেবে। এছাড়া টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টি-টোয়েন্টি সিরিজ খেলে তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন।
দুই টেস্টের সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু ও সময় |
প্রথম টেস্ট | ২২-২৬ মার্চ | সিলেট (সকাল ১০টা) |
দ্বিতীয় টেস্ট | ৩০ মার্চ-৩ এপ্রিল | চট্টগ্রাম (সকাল ১০টা) |
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved