হোমনা কুমিল্লা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে হোমনা পৌর এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রম্যমান আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার ভূমি ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় হোমনা বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানোসহ কাঁচা বাজার,মুরগি বাজার,মুদি দোকান ও ফলের দোকানে পণ্যের ক্রয় রশিদসহ বাজার মূল্যা যাচাই করা হয়। এতে মূল্য তালিকা না থাকায় তিনটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোমনা বাজারে যানজট নিরসনে রাস্তার দুপাশের ভ্রাম্যমাণ অবৈধ দোকান অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে হোমনা থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইউছুফ হাসান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved