প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ
পার্বতীপুরের বড়পুকুরিয়ায় তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
সোহেল সানীঃ
দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ফের শুরু হয়েছে। গতকাল রবিবার রাত পৌনে ১২টা থেকে কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে ১৪০-১৫০ মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়। এর আগে গত ২৯ এপ্রিল স্টিম পাইপ ফেটে যাওয়ার পর তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘পর্যায়ক্রমে এ ইউনিটে উৎপাদন বৃদ্ধি পাবে। এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন ১ হাজার ২০০ টন কয়লা ব্যবহার হচ্ছে। এ ছাড়াও কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি গত ১৫ এপ্রিল থেকে উৎপাদনে যায়। এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন প্রয়োজন হচ্ছে ৯০০-১০০০ টন কয়লা।’
কর্মকর্তা জানান, কেন্দ্রের দুই নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের (বড় ধরনের সংস্কার) কাজ চলছে। দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved