মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মুস্তাফিজুর রহমানের শুরুটা হলো দুর্দান্ত। কে বলবে, কদিন আগে দেশের জার্সিতে প্রায় একই ধরণের উইকেটে খেলে ৩ ম্যাচের সিরিজে ১৩১ রান দিয়েছিলেন এই পেসার। স্লোয়ার, কাটার এসব তো আগেও ছিল। কিন্তু প্রতিনিয়ত ভ্যারিয়েশন এনে এমন বুদ্ধিদীপ্ত বোলিং মুস্তাফিজকে শেষ কবে করতে দেখা গিয়েছিল, তা হয়ত বাংলাদেশ ক্রিকেটের কঠিন ভক্তরাও ভুলতে বসেছেন। আইপিএলেও মুস্তাফিজের শেষ আসরটা ছিল ভুলে যাওয়ার মতোই। দিল্লি ক্যাপিটালসের মোটে দুই ম্যাচ সুযোগ পেয়েছিলেন। তাতেও নিজেকে যে প্রমাণ করতে পেরেছেন তা নয়। স্বাভাবিকভাবেই মুস্তাফিজের কার্যকারীতা নিয়ে ছিল প্রশ্ন। এমনকি এবারে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে দলে টানার পরেই বলা হয়েছিল, মূলত মাথিশা পাথিরানারই ব্যাকাপ বা বিকল্প তিনি। পাথিরানা থাকলে মুস্তাফিজ গতকাল (শুক্রবার) চেন্নাইয়ের প্রথম একাদশে থাকতেন কি না, তা নিয়েও প্রশ্ন করা যেতে পারে। কিন্তু বল হাতে কী অসাধারণ সময়টাই না কাটালেন মুস্তাফিজ। এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে এই উইকেট নেন তিনি। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা ব্যাটাররা। স্লোয়ার বা কাটার তো বটেই, এদিন ওয়াবল সিমও করতে দেখা গিয়েছে তাকে। যার শিকার হয়েছেন রজত পতিদার। আইপিএলের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। এমন দুর্দান্ত বোলিংয়ের দিনে ২০১৬ সালের পর প্রায় ৮ বছর বিরতি দিয়ে হয়েছেন ম্যাচসেরা। এদিন অবশ্য আরও একটা পুরস্কার নিজের পকেটে পুরেছেন মুস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved