গাইবান্ধাঃ দরিদ্র পরিবারের গৃহবধূ মনজুরানী বেগম (৪৫)। নিজে ঝিয়ের কাজ ও স্বামী লিটন মিয়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এরই মধ্যে মনজুরানী ক্যানসার আক্রান্ত হন। এক বছরের বেশি সময় ধরে চলা চিকিৎসেবার খরচ মেটাতে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এখন অর্থাভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। তাই দানশীল বা বিত্তবানদের কাছে স্ত্রীকে বাঁচাতে আকুতি জানিয়েছেন লিটন মিয়া। ক্যানসার আক্রান্ত মনজুরানীর বাড়ি গাইবান্ধা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া (মিয়াবাড়ী মসজিদ সংলগ্ন) গ্রামে। স্বজনরা জানান, মনজুরানীর স্বামী অত্যন্ত গরীব মানুষ। দুই সন্তান নিয়ে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। স্বামী লিটন মিয়া এক দিন রিকশা নিয়ে বের না হলে পেটে ভাত জোটে না তাদের। এরই একপর্যায়ে এক বছর আগে মনজুরানীর মুখের ভেতর হঠাৎ দাঁতের কামড়ে ফোস্কা সৃষ্টি হয়। এরপর প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে রংপুরের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গোলাম রব্বানী ও বগুড়ার ডা. আনিছুর রহমানের পরীক্ষা-নিরীক্ষায় মনজুরানীর ক্যানসার হয়েছে বলে নিশ্চিত করা হয়। তারা জরুরি অপারেশনের পরামর্শ দিয়েছেন। এতে প্রায় তিন লাখের বেশি টাকার প্রয়োজন। কিন্তু পরিবারটির জন্য এত টাকা যোগার করা অসম্ভব। এ বিষয়ে স্বামী লিটন মিয়া বলেন, ইতোমধ্যে মনজুরানীর চিকিৎসেবায় প্রায় দু’লাখের বেশি টাকা খরচ হয়েছে। এসব টাকা বিভিন্ন আত্নীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করেছি। নিজের সহায়-সম্বল কিছুই নেই। এ অবস্থায় স্ত্রীর অপারেশন করাও জরুরি। কিন্তু টাকা পাবো কোথায়? তাই দেশের মানবিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সহযোগিতা কামনা করছি। আমার মেয়ে লিপি বেগমের বিকাশ ও নগদ নম্বর ০১৭১৭৪১৭৯২২। এ বিষয়ে গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, মনজুরানীর অসুস্থতার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে সহযোগিতার চেষ্টা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved