মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পশ্চিম রেলে উত্তরা মেইল ট্রেনটি পার্বতীপুর ও রাজশাহীর মধ্যে চলাচল করতো রেল কর্তৃপক্ষ ২০২৩ সালের ২১ ডিসেম্বর ট্রেনে নাশকতার কারণে বন্ধ করে দেয়। প্রায় সব স্টেশনে স্টোপজের কারণে যাত্রী সাধারণ ছাড়াও কাঁচামাল পরিবহনে ব্যবসায়ীরাও সুবিধা ভোগ করতো। এই ট্রেনে আত্রাই, আহসনগঞ্জ থেকে চলন বিলের বিভিন্ন প্রজাতির মাছ আসতো উত্তরাঞ্চলের মার্কেটে। এখন যা বন্ধ হয়ে গেছে। রেলসূত্রে জানা গেছে ট্রেন বন্ধ হওয়ায় টেনের বগিগুলো কেটে বিভিন্ন ট্রেনে সংযুক্ত করা হয়েটে। রাজশাহী থেকে চিলাহাটির মধ্যে এটিই এসি সম্বলিত প্রথম ট্রেন, তখন চিলাহাটি, পার্বতীপুর ও রাজশাহীর মধ্যে স্টোপেজ সীমাবদ্ধ ছিল। পশ্চিম রেলের জেনালের ম্যানেজার অসীমকুমার তালুকদার শনিবার সকাল ১১টায় জানান, টেনটি বন্ধ হয়ে যাত্রীসাধারণ ও ব্যবসায়ী মহলের অসুবিধার বিষয়টি আমরা অনুধাবন করছি। ঈদের মধ্যে না হলেও ঈদের পরে ট্রেনটি যাতে পুনরায় চালু হয়; সে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved