প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
গাইবান্ধায় ৫৯ তরুন তরুনী ১২০ টাকায় পুলিশে নিয়োগ পাচ্ছেন
ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫০ জন তরুণ ও ৯ জন তরুণী। তারা ১২০ টাকায় অনলাইন আবেদন করে কাঙ্খিত চাকরি পেতে যাচ্ছেন।
শনিবার (২৩ মার্চ) পুলিশ লাইন্স গাইবান্ধার ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার কামাল হোসেন।এর আগে, শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশের সময় পুলিশ সুপার বলেন, প্রায় ৬ হাজার আবেদনকারী প্রার্থীর মধ্যে সাত ধাপে ওইসব প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে নিয়োগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছে তাদের মেডিকেল পরীক্ষা ও ভেরিফিকেশন শেষে প্রশিক্ষণে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved