মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বরগুনার তালতলী উপজেলায় মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে মো. ইমরান হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমরান লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় একটি দোকানের পাওনা টাকা পরিশোধ করতে মায়ে কাছে ১০০ টাকা চায় ইমরান। এ টাকা দিতে অস্বীকার করায় অভিমান করে কীটনাশক পান করে ইমরান। পরে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে উদ্ধার করে তালতলী উপজেলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বরিশাল যাওয়ার পথে মৃত্যু হয় তরুণের। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইমরান আত্মহত্যা করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved