হোমনায় নিখোঁজের ৫ দিনে স্কুল ছাত্রী সোহেলী আক্তার চৈতীর সন্ধান মেলেনি। গত ২১ মার্চ বৃহস্পতিবার স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। সে হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা মোঃ সোহেল রানা জানান, অন্যান্য দিনের মতো গত ২১ মার্চ বৃহস্পতিবার সকালে আমার মেয়ে সোহেলী আক্তার চৈতী স্কুলের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে যায়। এরপর স্কুল ছুটির অনেক সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় আমরা সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করতে থাকি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। পরে ২২ মার্চ শুক্রবার এ ব্যাপারে হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।হোমনা থানার সাধারন ডায়েরী (ডিজি) নং - ৯২২, তাং ২২-৩-২৯২৪ খ্রি.। তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারেরর চেষ্টা করছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved