আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের দিন পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সোমবার সকালে (১লা মে) স্ব-স্ব কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে শ্রমিকরা একত্রিত হয়ে কালো ব্যাচ ধারণ করে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মখলেছুর রহমানের সভাপতিত্বে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মসলিম উদ্দীন, ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved