টসে জিতে কামারগ্রাম বাংলাটাইগার্স ক্রিকেট একাদশ লাহুড়িয়াকে ব্যাটে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩৯ রান করে লাহুড়িয়া ক্রিকেট একাদশ। জবাবে কামারগ্রাম বাংলাটাইগার্স ক্রিকেট একাদশ চার উইকেটে ২১৭ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন-লাহুড়িয়া ক্রিকেট একাদশের খেলোয়াড় মোহাম্মদ সাজ্জাদ। ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন-বাংলাটাইগার্স ক্রিকেট একাদশের জামিরুল ইসলাম।
বিজয়ী দল লাহুড়িয়া ক্রিকেট একাদশকে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ এবং রানার্সআপ হিসেবে কামারগ্রাম ক্রিকেট একাদশকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টের আয়োজন করে কামারগ্রাম দীপ্ত মনিকা। সহযোগিতায় ছিল-মেসার্স খামার বাড়ি এবং সাবিব অটো গ্যালারি-সুজুকি।
দীপ্ত মনিকা ও মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেসার্স খামার বাড়ির সত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-সাবিব অটো গ্যালারির পরিচালক আনিসুল আজম, কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, ডিজিটাল কম্পিউটার সিটির পরিচালক আবু সালেহ মোহাম্মদ সজল, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, স্কুলশিক্ষক বাবুল আক্তার, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন, পশুচিকিৎসক বাবু সরজিৎ টিকাদার, ব্যবসায়ী এস এম মনির, হুমায়ুন কবির এরশাদ, দীপ্ত মনিকা কামারগ্রামের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, সদস্য শাহিন খান, সৈকত ভূইয়া, মোহাম্মদ ইকলাচ, তুহিন শেখ, তানজিল আহমেদ, নাঈমুউদ্দিন, ইমরুল হাসান, রজিবুল ইসলাম, জামিরুল ইসলামসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved