প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ
চীন থেকে উচ্চ শিক্ষার বৃত্তি পেল সুইপার শিবা বাশফোড়!
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
জানি তুমি পৌছে যাবে
বিজয়ে আছে বিশ্বাস
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে ।।।
শিবা বাশফোড় চীন থেকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি পেয়েছে। তার স্বপ্ন পুরনে বাধা হয় অর্থ। তাকে বিদেশ পাঠানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন ও গ্রাম বিকাশ কেন্দ্র পরিচালক মোয়াজ্জেম হোসেন।অযন্তে অবহেলায় বেড়ে উঠে শিবা।বাবা মা কাজ করত পরিছন্নতার।৫ বছর আগে শিবা বাবা মাকে হারায়।।বসবাস করে দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার সুইপার কলোনিতে।শীবা বাশফোড় গত ২০১৬ সালে পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচ এসসি পাশ করে।তার বাবা বাবু লাল বাশফোড় মদ্যপান অবস্থায় মৃত্যু বরন করে।সে নিজে পরিছন্নতার কাজ করে তার লেখা পড়ার খরচ চালায়।বৃত্তি পাওয়ার বিষয়টি শিবা নিজে সত্যতা নিশ্চিত করেছেন। ২০ মে২০২৩ ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ থেকে রওনা দিবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved