প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ৪:১১ অপরাহ্ণ
ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ হলরুমে (৩১মার্চ) রবিবার দুপুর ১২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন নীলফামারী- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : আফতাব উদ্দিন সরকার।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২৩ -২০২৪ অর্থ বছরের এ কর্মসুচী বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। উপজেলা ভুমি কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: আবদুল মালেক সরকার, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো : আবদুল মাবুদ। তিনি বলেন, ১৮ পরিবারের মাঝে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved