প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
ওরা টোকাই না আজ থেকে ওরা পরিবেশ কর্মি!
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পলিথিন বা প্লাষ্টিকের বোতল কুড়িয়ে ওরা জীবিকা নির্বাহ করে।ওদের সামাজিকভাবে কেউ দেয় না সম্মান। খুবই কষ্ট করে চলে ওদের জীবন।তাই তাদের পাশে দাঁড়াল পার্বতীপুর পৌরসভা ও ল্যাম্ব হাসপাতাল।পলিথিন ব্যাগ একবার ব্যবহার করেই ফেলে দেয় সকল লোকজন। রাস্তা ও গলি থেকে পলিথিন বাতাসে উড়ে একপর্যায়ে নালা-নর্দমায় জমা হয়। ড্রেনে পলিথিনের স্তূপ সব সময়ই চোখে পড়ে।'পরিবেশের ভয়াবহ হচ্ছে ক্ষতি।
'পলিথিন একদিকে জলাবদ্ধতা বাড়াচ্ছে, অন্যদিকে মাটির উর্বরতা কমাচ্ছে। পলিথিন জমা হয়ে ড্রেন, নদী-নালা ভরাট হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এটোকাইরা এগুলো কুড়ানোর কাজ করতেছে এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকছে।মেয়র আমজাদ হোসেন সকলকে অনুরোধ করে বলেন, এমানুষগুলোকে যেন টোকাই না বলে,পরিবেশ কর্মি বলে ডাকি। সম্প্রতি পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন ১৪ কর্মির হাতে ১লাখ ৪২ হাজার ৮ শত টাকা তুলে দেন। প্রতিজন ১০হাজার ২ শত টাকা করে পাবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved