সোহেল সানী: উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের এ প্রনোদনা দেয়া হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর উদ্যোগে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এ সময় উপজেলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারি রুকু ও পার্বতীপুর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
পাট অধিদপ্তর অফিস সূত্র জানায়, ২০২৪ অর্থ বছরে পাট অধিদপ্তরের প্রণোদনার আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ৭০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য পাটবীজ ১ কেজি, ইউরিয়া ৬ কেজি, টিএসপি-৩ কেজি এবং এমওপি ৩ কেজি সার বিতরণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved