হিলি প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে অসহায় আদিবাসী কৃষকের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলাবার সকালে ১০ টায় উপজেলার খাট্রামাধদপাড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ঘাসুরিয়া এলাকায় হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন এর নেতৃত্বে সকল নেতাকর্মীরা স্থানীয় আদিবাসী অরুন তির্গার জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।
অসহায় কৃষকের ধান কাটা ও মাড়াই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার,সাধারণ সম্পাদক অনিক সরকার,কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ আহম্মেদ, খট্রামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শান্ত, সম্পাদক মিনহাজুল, আলিহাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম মীম, ছাত্রনেতা মারুফ, মুহিত, শাকিল, রিয়াদ, সাব্বির, সোহাগ, মোস্তাকিম, জুলহাস, উজ্জ্বল, মাসুমসহ আরও অনেকে।ুুুুুুুুুুুুুুুুু
হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল বলেন,মোবাইলের মাধ্যমে খবর পাই ঘাসুরিয়া এলাকার এক আদিবাসি কৃষক অর্থর অভাবে ধান কাটতে পারছে না।এমন খবর পেয়ে আমরা ধান কাটার উদ্যোগ নেই।পারর্তীতে ওই কৃষকের ধান কেটে এবং ঢোলাই করে বাড়িতে পৌছে দেয়া হয়েছে।দেশরতœ শেখ হাসিনার নিদের্শে এবং কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এই ধান কাটা কর্মসুচী অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved