মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার (৩১ মার্চ) সদর থানার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান। আটককৃতারা হলেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের বেলায়েত হুসাইনের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিটন (৪৪), বরিশালের ভোলা সদরের মেদুয়া গ্রামের সামছল হক খানের ছেলে মো. আমান উল্লাহ (৩২) ও রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের আ. রহিম মন্ডলের ছেলে মো. আমিরুল ইসলাম (৩৯)। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা শহরের সিঙ্গারের মোড় থেকে ৩ জন ভুয়া চাকরির পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে নেওয়া নগদ ২৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ব্যাংকের চারটি ব্লাঙ্ক চেকের পাতা এবং প্রশ্নপত্র ফাঁস করে প্রক্সি দেওয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, এ বিষয়ে আটকরাসহ মোট ৭ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা করা হয়েছে। আটককৃত ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved