মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : একটু শরীর খারাপ হলেই মাথায় আসে কি ওষুধ খাওয়া যায়। কিন্তু সামান্য মাথা ব্যথা কিংবা মাথা ঘোরানোর জন্য দিনের পর দিন ওষুধ খেয়ে কাটানো মুশকিল। তার জায়গায় ভরসা রাখতে পারেন রান্নাঘরের কিছু উপাদানে। যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তেমনই একটি উপাদান হলো আদা।মাথা ঘোরা থেকে শুরু করে বমি-বমি ভাব, হজমের সমস্যা, গ্যাস-হজমের সমস্যা এবং আরও অনেক সমস্যার ঘরোয়া সমাধান পেয়ে যাবেন এই আদাতেই। এমনকী ওষুধের থেকে কম কিছু নয় আদা। তাই দিনের শুরুটা আদা দিয়ে করতেই পারেন। এমনটাই কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো আদা খেলে কী কী উপকার পাবেন? পাকস্থলীর নানা অসুখ দূর করতে পারে এক টুকরো আদা। অন্তঃসত্ত্বা নারীরা অনেক সময়ই আদার পানি খেয়ে থাকেন। আর এই আদার পানিতেই তাদের গর্ভের সন্তানও সুস্থ থাকে। গ্যাস, হজমে সমস্যা, পেট ফাঁপার মতো সমস্যা প্রতিরোধ করতে দারুণ উপকারী আদা। তাই যদি হজমের সমস্যা থেকে থাকে, তাহলে আজ থেকেই আদা খাওয়ার অভ্যাস করুন। আদায় রয়েছে একাধিক পুষ্টি ও বায়োঅ্যাক্টিভ উপাদান যা শরীর ও মস্তিষ্কের গঠনে সহায়তা করে। তবে যদি ভেবে থাকেন, প্রতিদিনের রান্নায় তো দেওয়াই হচ্ছে। তাহলে আলাদা করে আর খাওয়ার কী দরকার। এমনটা ভাবলে ভুল ভাববেন। রোগ মুক্ত থাকতে গেলে সকালে খালি পেতে আদা খাওয়ার অভ্যাস করুন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved