মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ান বিপর্যস্ত হওয়ার পরের দিনই কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এটি ৬ মাত্রার ভূমিকম্প ছিল। এতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল যেন একটি ধাক্কা খেল। তবে সুনামির কোনো আশঙ্কা নেই। তাই সতর্কতাও জারি করা হয়নি। এ সত্ত্বেও দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। কারণ, দেশটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। এ ছাড়া একবার ভূমিকম্পের পর একই দিন আবারও ছোট-বড় কম্পনের আশঙ্কা থাকে। এর আগের দিন বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয় তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) উঠে। এদিকে জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা অঞ্চল কেঁপে উঠে। জাপানের ভূমিকম্পের তীব্রতার স্কেলে তা ছিল ৪-এর ঘরে। ফুকুশিমা উপকূলের প্রায় ৪০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved