মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে মেসিবিহীন ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) মন্টেরির বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ইনজুরির কারণে মায়ামির জার্সিতে শেষ কয়েকটি ম্যাচ মাঠে নামা হয়নি মেসির। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে ছাড়া জয়ের দেখা পায়নি তার দলও। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। ম্যাচে প্রথম গোলের দেখা পায় মায়ামি। সুয়ারেজ, বুস্কেটস, ডেভিড রুইজরা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। টমাস অ্যাভিলেস গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রবার্ট টেইলর। দ্বিতীয়ার্ধে মায়ামির কঠিন পরীক্ষা নেয় মন্টেরি। ম্যাচের ৬৫ মিনিটে রুইজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে মন্টেরি, ক্লাবটির পক্ষে গোল করেন মেজার। ম্যাচ যখন ড্র হওয়ার পথে ঠিক তখনই জয়সূচক গোলের দেখা পায় মন্টেরি। নির্ধারিত সময়ের এক মিনিট আগে জর্জ রদ্রিগেজ মন্টেরিকে লিড এনে দেন। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি মায়ামি। ফলে প্রথম লেগে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা। আগামী ১১ এপ্রিল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved