খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও তাজ উদ্দিন।
শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ায় অগ্নিকাণ্ডে নি:স্ব ১৬ টি পরিবারের প্রায় শতাধিক সদস্যের সাথে ইফতার করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে ব্যাপক প্রশংসিত হন তিনি।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৬ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই ঘর ও প্রয়োজনীয় সকল জিনিসপত্র মিলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয় এই ১৬ পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাথে ইফতার গ্রহণ করার সময়টা আবেগপূর্ণ ছিল। আল্লাহ এমন দুর্যোগ আর কাউকে না দিক। জেলা প্রশাসক স্যারের তাৎক্ষণিক নির্দেশনায় মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের সাথে ইফতার করে তাদের খাওয়ার ব্যবস্থা এবং শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সাথে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved