প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ। রোববার(৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ওসি গোলাম মর্তুজা। জানা গেছে, উলিপুর থানার উদ্যোগে জনগণকে সচেতনতার পাশাপাশি উপজেলার বিভিন্ন পয়েন্ট, বাজার, মার্কেট, ব্যাংক-বীমায় জনগণের নিরাপত্তা ও পুলিশীসেবা নিশ্চিতে থানা পুলিশের নম্বর সম্বলিত বিভিন্ন স্টিকার লাগানো হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- অটোরিকসা, মোটরসাইকেলসহ চুরি ছিনতাই রোধ, দ্রুত পুলিশীসেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। ঈদকে সামনে রেখে পুলিশি টহল জোড়দার করা হয়েছে। এছাড়াও বিট পুলিশিং এর মাধ্যমে তাৎক্ষনিক সেবা দেয়া হচ্ছে। যেকোন প্রয়োজনে জনগণের পাশে থাকবে উলিপুর থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved