মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সূরা মুমিনুনে আল্লাহর সাহায্য, রবকত, ক্ষমা অনুগ্রহ ও শয়তানের প্ররোচনা থেকে মুক্তি চেয়ে বেশ কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। এখানে দোয়াগুলো তুলে ধরা হলো।
আল্লাহর সাহায্য প্রার্থনা
رَبِّ انۡصُرۡنِیۡ بِمَا کَذَّبُوۡنِ
উচ্চারণ : রাব্বিংছুরনি বিমা কাযযাবুন
অর্থ : ‘হে আমার রব, আমাকে সাহায্য করুন। কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে’। (সূরা মুমিনুন, আয়াত, ২৬)
বরকত লাভের দোয়া
رَّبِّ اَنۡزِلۡنِیۡ مُنۡزَلًا مُّبٰرَکًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡمُنۡزِلِیۡنَ
উচ্চারণ : রাব্বি আনঝিলনি মুংঝালাম-মুবারাকা-ওয়াআংতা খায়রুল-মুংঝিলিন
অর্থ : ‘হে আমার রব, আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান। আর আপনিই সর্বশ্রেষ্ঠ অবতরণকারী’। (সূরা মুমিনুন, আয়াত, ২৯)
আত্যাচারী না হওয়ার দোয়া
رَبِّ فَلَا تَجۡعَلۡنِیۡ فِی الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
উচ্চারণ : রাব্বি ফালা তাজআলনি ফি-ল কাওমি-যালিমিন।
অর্থ : হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না’। (সূরা মুমিনুন, আয়াত, ৯৪)
শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দোয়া
رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ هَمَزٰتِ الشَّیٰطِیۡنِ وَ اَعُوۡذُ بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ
উচ্চারণ : রাব্বি, আয়ুযুবিকা মিন হামাঝাতিশ-শায়াতিন, ওয়া আয়ুযুবিকা রাব্বি আই-ইয়াহদ্বুরুন।
অর্থ : হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। আর আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, হে আমার প্রতিপালক! যাতে তারা আমার কাছে আসতে না পারে।’ (সূরা মুমিনুন, আয়াত, ৯৭-৯৮)
আল্লাহর ক্ষমা ও দোয়া কামনা
رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ
উচ্চারণ : রাব্বানা, আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুর রাহিমীন।
অর্থ : ‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সূরা মুমিনুন, আয়াত, ১০৯)
ক্ষমা প্রার্থনার দোয়া
رَّبِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ
উচ্চারণ : রাব্বিগফির ওয়ারহাম, ওয়াআংতা খাইরুর রাহিমীন।
অর্থ : ‘হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সূরা মুমিনুন, আয়াত, ১১৮)
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved