মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে উদ্ধারসহ অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন শেখকে (২০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন জানান, সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। গ্রেপ্তার নয়ন শেখ গোপালগঞ্জের কাশিয়ানী ধিরাইলের মৃত মিজানুর রহমান শেখের ছেলে। ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের বরাতে এএসপি আজাহার জানান, অপহৃত ভিকটিম কিশোরী গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার একটি স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। গত ১ জানুয়ারি বাড়ি থেকে স্কুলের উদ্দেশে যাওয়ার পথে কাশিয়ানী পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে গ্রেপ্তার নয়ন তার সহযোগী মাহাবুব ও আরিফুলসহ অজ্ঞাত ২-৩ জনের সহায়তায় ভুক্তভোগীর পথরোধ করে এবং জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ভুক্তভোগী কিশোরী বাড়িতে না ফেরায় তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে সহপাঠীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। তার সহপাঠীরা জানায় ওই দিন স্কুলে যায়নি ভুক্তভোগী। প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান অপহরণের বিষয়টি। নয়ন ভুক্তভোগীকে অপহরণ করেছে বলে তারা নিশ্চিত হন। পরদিন ভুক্তভোগী সুযোগ বুঝে গ্রেপ্তার নয়নের মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় তাকে অপহরণপূর্বক ধর্ষণ করা হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় নয়ন ও তার সহযোগী পলাতক মাহাবুব, আরিফুলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী নয়নকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম ও অভিযুক্ত সম্পর্কে শালি ও দুলাভাই।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved