প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৪, ২:৩২ অপরাহ্ণ
৪১ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত নবীন অফিসারদের সাথে জেলা মতবিনিময় সভা
গাইবান্ধাঃ-গাইবান্ধা জেলা থেকে ৪১ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত নবীন অফিসারদের সাথে গাইবান্ধা জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন, পিপিএম,। সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম বলেন আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন কর্মকর্তাদের দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সহিত কাজ করতে হবে। শেষে ৪১তম বিসিএস ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের প্রতি জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ইব্রাহিম হোসেন (ক্রাইম এন্ড অপস্),ডিআই ও -১ কাওসার আলী, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ জেলা পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved