মিলন পারভেজ : এবারের প্রতিপাদ্য বিষয় ছিল প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী পার্বতীপুর শহীদ ময়দানে শুরু হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুকসানা বারি রুকু, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হাসান ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো: মজিবর রহমান সরকার প্রমুখ। এই প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হবে। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমান বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয়। এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved