প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ভার্চ্যয়ালি ভাবে যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ প্রদর্শনী অনু্ষ্টিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪২টি স্টল স্থান পায়। এদের মধ্যে গরু, ছাগল, ভেড়া, ষাঁড়, কুকুর, হাঁস, মোরগ, কোয়েল, কবুতর, খরগোশ, ইনকিউবেটর মেশিন, ঘাস উৎপাদন ও প্রযুক্তি স্টল, কৃত্রিম প্রজনন কেন্দ্র, তথ্য ও চিকিৎসা সেবা কেন্দ্রসহ প্রাণি বিষয়ক ঔষধ কোম্পানীর বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। পরে অনুষ্টানে আগত অতিথিরা প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved