মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাইবান্ধায় ভাঙ্গারির দোকানে রেললাইনের পাত বিক্রির সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ব্রীজরোড এলাকার আশা ভাঙ্গারি দোকান থেকে এসব মালামাল জব্দসহ তাদেরকে আটক করা হয়। সেইসাথে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হলেন আশা ভাঙ্গারি দোকানের শ্রমিক সদর উপজেলার বালুয়া বাজারের পাকারখুটি এলাকার আব্দুর রহমানের ছেলে মোকলেছুর রহমান (৩৩), পশ্চিম দুর্গাপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার বাবর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া (৪০)। অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া বলেন, আমি প্রতিদিনের মতো অটো নিয়ে বের হলে বালাসীঘাট এলাকা থেকে আব্দুল লতিফের ছেলে মোন্নাফ মিয়া ও জিয়াউর রহমানের ছেলে মুন্না মিয়াসহ তিনজন নিউ ব্রীজ রোড আশা ভাঙ্গারি দোকানে যাওয়ার জন্য আমার অটোরিকশাটি ভাড়া করেন। পথিমধ্যে কঞ্চিপাড়া রেলগেট এলাকায় এসে তারা আনুমানিক তিন ফুট দৈর্ঘের ৯ টুকরা রেললাইনের পাত আমার অটোতে উঠিয়ে নেয়। আমি না নিতে চাইলে আমাকে হুমকি-ধামকি দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানিক দলের প্রধান গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রীজরোডের আশা ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান মালিক পালিয়ে গেলেও ইজিবাইক চালকসহ তিনজনকে মালামালসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন ফুট দৈর্ঘ্যের ৯ টুকরা রেললাইনের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেললাইনের পাতগুলো ফুলছড়ি উপজেলার বালাসিঘাটের পরিত্যাক্ত রেলপথের। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, উদ্ধারকৃত মালামালের তালিকা করে সেগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটককৃত আসামি ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে আইনি পদক্ষেপ নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved