প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : 'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন ও জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শর্মী দাশ। বিকেলে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved