মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে খুনের অন্তত তিন দিন পর বসতঘর থেকে অর্ধগলিত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে ছিল নিথর মরদেহটি। আশপাশের মানুষ দুর্গন্ধ টের পেয়ে রুমের তালা ভেঙে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের বাসা থেকে ওই নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই নারীর নাম আজিদা আক্তার (৩৫)। তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রোমান আলী হোসেনের মেয়ে। তবে তার স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। গত ছয় মাস ধরে বাবুল খানে বাসায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। ওই নারী পাশের একটি হোটেলে কাজ করতেন। স্বামী অন্য কোথাও কাজ করতেন আর মাঝে মধ্যে এ বাসায় আসতেন বলে জানায় প্রতিবেশীরা। পুলিশ লাশের পাশ থেকে রক্তাক্ত বঁটি দা উদ্ধার করেছে। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পুলিশ বলছে, অন্তত তিন-চার দিন আগে ওই নারী হত্যার শিকার হওয়ায় গরমে লাশে পচন ধরেছে। পুলিশের দাবি- হত্যায় তার স্বামী জড়িত। ঘটনার পর থেকেই স্বামী পালিয়ে আছে। পুলিশ খুঁজছে তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে সন্দেহ হলে আশপাশের লোকজন মিলে ঘরের তারা ভাঙে। পরে ওই ঘরের মেঝেতে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশে একটি রক্তমাখা বঁটি পড়ে ছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার হয়। তারা আরও বলেন, গত শুক্রবার স্বামী-স্ত্রী এ বাসায় ছিল। পরে কখন ঘরে তালা দিয়েছে তা কেউ দেখেনি। ঘরে তালা দেখে সবাই মনে করেছে তারা দুজনেইি কোথাও বেড়াতে গেছে। কিন্তু আজ সকালে খুনের বিষয়টি সামনে এলো। বাড়ির মালিক বাবুল খান বলেন, ছয় মাস আগে তারা টিনশেড বিল্ডিংয়ের এ বাসা ভাড়া নেন। এ নারী (আজিদা আক্তার) জৈনা বাজার এলাকার একটি হোটেলে পরিচ্ছন্নতাকর্মী ও রান্নার কাজ করত। তিনি বলেন, ওই নারীর স্বামীর পরিচয় আমাদের জানা নাই। বেশির ভাগ সময় তার স্বামী অন্যত্র থাকতেন। মাঝে-মধ্যে এখানে এসে দু-একদিন থেকে ফের চলে যেতেন। ভাড়াসহ নানা প্রয়োজনে ওই নারীই আমাদের সাথে যোগাযোগ করতো। শ্রীপুর মডেল থানার ওসি আকবর আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্তত তিন-চার দিন আগে ওই নারী হত্যার শিকার হয়েছে। গলা কাটা মরদেহে পচন ধরেছিল। পাশে থেকে বঁটি উদ্ধার করা হয়েছে। পুলিশ খবর পেয়ে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তিনি দাবি করেন, এ খুনের সাথে স্বামী জড়িত থাকতে পারে। তাকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved